জেলা প্রতিনিধি মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. আবুল হোসেনের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। নির্বাচনে তিনি মাত্র ৩০১ ভোট পেয়েছেন। এদিকে নির্বাচনে পৌরসভার নয়টি ওয়ার্ডের ১৩ হাজার ৯০৫ জনের মধ্যে ১১ হাজার ২৯০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।
সেই হিসেবে নির্বাচনে মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় নিয়ম অনুযায়ী তার জামানত বাজেয়াপ্ত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী প্রদত্ত মোট ভোটের আট ভাগের মধ্যে এক ভাগ ভোট কোনো প্রার্থী না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে।
শনিবার (১৬ জানুয়ারী) কমলগঞ্জ পৌরসভায় ব্যালেটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
উল্লেখ্য, কমলগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জুয়েল আহমেদ (নৌকা) ৫ হাজার ২৫৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মো. হেলাল মিয়া (জগ) ২ হাজার ৮০৬ ভোট, আওয়ামী লীগের আরেক বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মো. আনোয়ার হোসেন (নারিকেল গাছ) ২ হাজার ৭৮৭ ভোট পেয়েছেন এবং বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো.আবুল হোসেন ৩০১ ভোট পেয়েছেন।
Leave a Reply