অগ্রযাত্রা সংবাদঃ বন্ধন প্রবাসী কল্যান সংগঠনের ওমান শাখার সাংগঠনিক সম্পাদক কায়ছার হামিদের দীর্ঘ দিন থেকে গলার সমস্যায় ভুগতেছেন। ওমান শাখার “কোষাধক্ষ” সহ প্রচার সম্পাদক”সাংস্কতিক বিষয়ক সম্পাদক” আজ ১৮/০১/২০২১ইং তারিখে কক্সবাজার কাইছার হামিদকে দেখার জন্য ওরা তিন জন যান। চিকিৎসার জন্য সংগঠনের পক্ষ থেকে নগদ ২২ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। উল্লেখ্য বন্ধন প্রবাসী কল্যান সংগঠনের
• কেন্দ্রীয় কমিটির সভাপতি।
• মোঃনুরুল আমিন (বখশ)
• কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।
• মোঃমাসুক আহমদ।
• কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক।
• মোঃ মিলন আহমদ।
• কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক।
• মোঃ আজাদুর রহমান।
• কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক।
• মোঃ এরশাদুল ইসলাম।
• মোঃসাখাওয়াত হোসেন শরিফ।
• কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।
• কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক।
• মোঃ রেজাউল করিম (বক্স)
• কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দ।
• মোঃসোহেল আহমেদ। সভাপতি U,A,E শাখা।
• মোঃফারুক হোসেন। সাধারণ সম্পাদক U,A,E শাখা।
• মোঃরাকিবুল ইসলাম। সভাপতি কুয়েত শাখা।
• মোঃআব্দুল মোতালেব। সাধারণ সম্পাদক কুয়েত শাখা।
• মোঃ মতিউর রহমান। সভাপতি কাতার শাখার।
• মোঃমুহিবুর রহমান–সাধারন সম্পাদক কাতার শাখা।
• মোঃ জমির মোল্লা। সভাপতি সৌদি আরাব শাখা।
• মোঃ তায়ফ আহমদ। সাধারণ সম্পাদক সৌদি আরব শাখা।
• দীপংকর বাবু। সভাপতি ওমান শাখা।
• মোঃ ইব্রাহিম ফারুকি। সাধারণ সম্পাদক ওমান শাখা।
• মোঃ রুবেল আহমদ। সভাপতি মালেশিয়া শাখা।
সব শাখার পক্ষ থেকে এই টাকা গুলা সহায়তা হিসেবে প্রদান করা হয়।
বন্ধন প্রবাসী কল্যাণ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল আমিন বখস জানান, নিজ নিজ জায়গা হতে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিলে এরকম লাখো প্রবাসী বেচে থাকবে। রেমিট্যান্স যোদ্ধার পাশে দাড়ানোর আহবান জানান তিনি।
Leave a Reply