অগ্রযাত্রা সংবাদ : মৌলভীবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড গড়তে বিভিন্ন উন্নয়ন এবং পরিবর্তনের অঙ্গিকার নিয়ে মরহুম মো: তারা মিয়া তালুকদার মেম্বার সাহেবের সুযোগ্য বড় ছেলে উদিয়মান তরুন সমাজসেবক মো:শাহীন মিয়া টেবিল ল্যাম্প মার্কায় পৌর কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহণ করে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন। এলাকার উন্নয়নে কাজ করার দৃপ্ত প্রত্যয়ী। সুখে দুঃখে সকল মানুষের পাশে থাকবেন। আলোকিত, আধুনিক ও বাস্তব সম্মত ৬নং ওয়ার্ড গড়তে কাজ করবেন এই প্রত্যয় ব্যক্ত করে বলেন- নির্বাচনে জয়ী হলে গুরুজনসহ তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে ৬নং ওয়ার্ডটিকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলা হবে। মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ,দুর্নীতিমুক্ত ও ডিজিটাল ওয়ার্ড গড়তে ও ড্রেনেস ব্যবস্থা উন্নয়ন, রাস্থাঘাট, বাতি স্থাপন, বৈদ্যুতিক, মসজিদ উন্নয়ন, মান্ডপ উন্নয়নসহ পৌরবাসীর সমস্যা সমাধানে সার্বক্ষনিক সহযোগীতা, বিনোদনের জন্য পার্ক তৈরী, বয়স্ক ভাতা, বিধবা, প্রতিবন্ধী ভাতা, মশা নিধনসহ নানা কল্যান মুখী কাজের উদ্যোগ গ্রহণ করবো। প্রযুক্তি নির্ভর, সিসি ক্যামেরা স্থাপন, শিক্ষা-সাংস্কৃতি,বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণদের শিক্ষা বৃত্তি চালু করা হবে। সর্বশেষ তিনি ৬নং ওয়ার্ডবাসীদের শুভেচ্ছা, আদাব ও নমস্কার জানিয়ে বলেন- এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার। তাই আমি আমার যৌবনটা জনগনের সেবায় রাখতে চাই। আমি মানুষের কল্যানের জন্য কাজ করে যেতে চাই। পাশে আছি থাকবো।
Leave a Reply