অগ্রযাত্রা সংবাদ: সুনামগঞ্জের তাহিরপুরে গাছে বেঁধে প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামাল হোসেন রাফির নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব।
রবিবার (৭ফেব্রয়ারি) এক বার্তায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সকলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। পাশাপাশি মফস্বল এলাকায় সকল সাংবাদিকদের নিরাপত্তার সহিত কাজ করার সুব্যবস্থা করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
একযুগে সারা দেশে করোনা মহামারীর টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করায় সরকারের ভুয়সী প্রশংসা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব।
রবিবার (৭ফেব্রয়ারি) এক বার্তায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ বলেন, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব ২০১৪ সাল থেকে কাজ করে যাচ্ছে। পাশা-পাশি সামাজিক উন্নয়নমুখী কর্মসুচি ,হতদরিদ্র মানুষের কল্যাণে সংগঠনের কাজের দ্বারা অব্যাহত থাকবে। সাংবাদিকদের নির্যাতন -নিপীড়ন বন্ধ করতে ও দায়ীদের বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
Leave a Reply