কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে জাতির জনকের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীন অবকাটামো উন্নয়ন প্রকল্প (SDIRIIP) এর আওতায় ছয়চিরি-নোয়াগাঁও রাস্তা উন্নয়ন (৬০০-১৭৬০ মিঃ) ও ঝাপের গাঁও-বনগাঁও রাস্তা উন্নয়ন (২০০০-৩৫০০ মিঃ) কাজ শেষ হয়েছে। সমাপ্তিকরণ পরবর্তী তিনটি সড়কের শুভ উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
মঙ্গলবার (১৬ জানুয়ারী) বিকাল ৫টায় সড়ক উদ্বোধন উপলক্ষে ২ নং মাধবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়।
মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আসিদ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা প্রকৌশলী জাহিদুই ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সাংবাদিক ও শিক্ষকবৃন্দ।
Leave a Reply