অগ্রযাত্রা ডেস্ক: ‘শিশু অপরাধ আদালতের প্রেসিডেন্ট হিসাবে জর্জ লিন্ডস ডেনভারের অপরাধ সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা লাভ করেন। তিনি লিখেছেন ? “হাই স্কুলের চারশ’ পঁচানব্বই জন বালিকা আমার নিকট স্বেচ্ছায় স্বীকার করেছে যে, বালকদের সাথে তাদের যৌনক্রিয়ার প্রত্যক্ষ পরীক্ষা হয়েছে। এদের মধ্যে মাত্র পঁচিশজনের গর্ভসঞ্চার হয়।” আমেরিকা সম্পর্কে এই জর্জ লিন্ডস আরাে লিখেছেন ? “আমেরিকায় প্রতিবছর পনেরাে লাখ গর্ভনষ্ট করা হয় এবং হাজার হাজার নবজাত সন্তানকে হত্যা করা হয়।” উক্ত আমেরিকার আরাে একটি রিপাের্ট লক্ষ্য করুণ এবং ব্যভিচারের পরিণাম যে কতাে ভয়াবহ তা অনুমান করুন। যে লিন্ডসের কথা আমরা উপরে উদ্ধৃত করলাম, তার অনুমান এই যে, হাইস্কুলের ন্যুন্যপক্ষে শতকরা পঁয়তাল্লিশ জন ছাত্রী স্কুল ত্যাগ করার পূর্বেই চরিত্রহীনা হয়ে পড়ে।
Leave a Reply