মোঃ আজিজুল ইসলাম, মৌলভীবাজার:: মৌলভীবাজারে শামছুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.), আল্লামা বিলপারী ছাহেব কিবলাহ্ (র.), মাওলানা আব্দুল মান্নান সুফী (র.), মাওলানা আমিনুল বাহার জামালী (র.), হাফিজ আজিজুর রহমান (র.), মাওলানা আব্দুল গফফার (র.) ও বুজুর্গানে কেরামদের ঈসালে সাওয়াব ও লতিফিয়া দারুচ্ছুন্নাহ আইডিয়াল মাদ্রাসা এন্ড আল কোরআন মেমােরাইজিং সেন্টারের হিফজ শাখার নতুন ভবন উদ্বোধন উপলক্ষ্যে আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় মোস্তফাপুর ইউপির ইসলামবাগ অবস্থিত মাদরাসা প্রাঙ্গণে উপদেষ্টা মােঃ রশিদ উদ্দীন আহমদ এর সভাপতিত্বে ও মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাফিজ মাওলানা মােঃ এনামুল হক এর পরিচালনায় অনুষ্ঠিত মীলাদ ও দু’আ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শামছুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (র.) এর সুযােগ্য নাতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা মুহিবুর রহমান, টাউন কামিল মাদরাসা আরবি প্রভাষক মাওলানা মােঃ আব্দুল আলীম, উত্তরমুলাইম মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতি রুহুল আমিন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অত্র মাদরাসার উপদেষ্টা আলহাজ্ব সিরাজুল ইসলাম সিদ্দিকী,আলহাজ মােঃ কায়ছর বকশ, এখলাছুর রহমান, এস.এম আতাউর রহমান, রঘুনন্দনপুর জামে মসজিদ ইমাম ও খতিব মাওলানা আনসারুল হক, সৈয়দ সাজ্জাদ আলী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আজমল হোসেন, মাদরাসা শিক্ষক রাশেদ আহমদ, কয়েছ আহমদ, শরীফ চৌধুরী, তোফাজ্জল হোসেন, হাফেজ আব্দুর রহমান, হাফিজ হাবিবুল্লাহ।
Leave a Reply