অগ্রযাত্রা সংবাদ: গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মিজাপুর ইউনিয়ন, পশ্চিম ডগরী দক্ষিণ পাড়া মরহুম রবিউল্লাহ মন্ডল জামে মসজিদ কমিটির হাতে গত শুক্রবার ৫ মার্চ অনুদান তুলে দেন বন্ধন প্রবাসী কল্যান সংগঠন সৌদি আরব শাখা কমিটির সভাপতি জমির মোল্লা (জনু) তার বাবা রহিম উদ্দিন ও ছোট ভাই মেহেদী হাসান। মসজিদ কমিটির সভাপতিমণ্ডলীর উপস্থিতিতে নগদ ৪০ হাজার টাকা প্রদান করা হয়। স্থানীয় মুসল্লিরা বন্ধন প্রবাসী কল্যাণ সংগঠন এর সৌদি আরব শাখার সভাপতি জমির আহমেদকে এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এতো বড় অনুদানের পিছনে তাদের মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন। বন্ধন প্রবাসী কল্যাণ সংগঠনের
কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃনুরুল আমিন (বখশ), কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃমাসুক আহমদ, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ আজাদুর রহমান,কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ এরশাদুল ইসলাম, মোঃসাখাওয়াত হোসেন শরিফ, কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক,কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক,মোঃ রেজাউল করিম (বক্স), কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দ, মোঃসোহেল আহমেদ,সভাপতি U,A,E শাখা,মোঃফারুক হোসেন,সাধারণ সম্পাদক U,A,E শাখা, মোঃরাকিবুল ইসলাম, সভাপতি কুয়েত শাখা,মোঃআব্দুল মোতালেব,সাধারণ সম্পাদক কুয়েত শাখা, মোঃ মতিউর রহমান,সভাপতি কাতার শাখার, মোঃমুহিবুর রহমান–সাধারন সম্পাদক কাতার শাখা,মোঃ জমির মোল্লা, সভাপতি সৌদি আরাব শাখা, মোঃ তায়ফ আহমদ। সাধারণ সম্পাদক সৌদি আরব শাখা, দীপংকর বাবু, সভাপতি ওমান শাখা,মোঃ ইব্রাহিম ফারুকি। সাধারণ সম্পাদক ওমান শাখার সকলই জানান, মানবতার সেবায় আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।
Leave a Reply