অগ্রযাত্রা সংবাদঃ জেলা প্রশাসন, মৌলভীবাজারের আয়োজনে বারো দিনব্যাপী (১৭-২৮ মার্চ ২০২১) স্বাধীনতা উৎসবের অংশ হিসেবে আজ ২৫ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতীকী ব্ল্যাক-আউট এর পর মোমবাতির মাধ্যমে ২৫ মার্চ লিখে প্রজ্জ্বলন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মৌলভীবাজার মীর নাহিদ আহসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার লেডিস ক্লাবের সম্মানিত সভানেত্রী ও জেলা প্রশাসকের সহধর্মিণী কবিতা ইয়াসমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ, মৌলভীবাজার লেডিস ক্লাবের সম্মানিত সহ-সভানেত্রী ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মহোদয়ের সহধর্মিণী কানিজ ফাতেমা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, চেয়ারম্যান, জেলা পরিষদ আলহাজ্ব মিছবাহুর রহমান, মৌলভীবাজার জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, স্থানীয় জনপ্রতিনিধিগণ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং সর্বস্তরের জনসাধারণ।
Leave a Reply