রাজনগর সংবাদদাতাঃ মৌলভীবাজারের রাজনগরের মাথিউড়া চা বাগান এলাকায় বাস চাপায় ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১ জন মটর সাইকেল আরোহী।
পুলিশ ও এলাকাবাসী জানান, ২ এপ্রিল শুক্রবার দূপুর ১২টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের রাজনগরের মাথিউড়া চা বাগান এলাকায় ঢাকাগামী মিতালী পরিবহনের একটি বাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে এক মটর সাইকেল আরোহী সুজন কর্মকার মারা যান। অপর আহত ২ মটর সাইকেল আরোহীকে উদ্ধার করে মৌলভীলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক ডাঃ ফাহমিদা আক্তার রাজন রায়কে মৃত ঘোষনা করেন। আশংকাজনক অবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে দিপেন দাশ নামের একজনকে। নিহত ও আহতদের বাড়ি রাজনগর উপজেলায়।
রাজনগর থানার ওসি আবুল হাসেম জানান, ঘটনারপর বাস চালক জনি মিয়া সহ বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। জনি বরিশালের বাবুগঞ্জ থানার পশ্চিম বকশিরচর গ্রামের আব্দুস সালামের পুত্র।
Leave a Reply