পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ- চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর বিল্লা পাড়ার এলাকায় পুর্বপাশ্বে ঘাইন্না গুনা পাহাড় পটিয়া পৌর সদর পৌষ্ট অফিস এলাকার প্রবাসী মামুন মিয়া নামে এক ব্যাক্তির সামাজিক বনায়ন থাকে প্রায় একহাজার বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল। এ বিষয়ে খবর পেয়ে গতকাল রবিবার বিকেলে প্রবাসী মামুন মিয়া তার পুর্বপুরুষের সৃজিত বাগান পরিদর্শনে গিয়ে দেখতে পান তাদের বাগানে সেগুন,মেহগনি, গর্জন, আকাশ মণি সামারিলিশ গাছ অর্ধেক নিয়ে গেলেও আরোও বহু গাছ কেটে সাবাড় করে মাটিতে ফেলে রাখে বলে জানান। মামুন মিয়া অভিযোগ করে বলেন, আমাদের পারিবারিক পাহাড়ে সামাজিক বনায়নের বিভিন্ন গাছ কেটে নিয়ে যাওয়ার হচ্ছে মর্মে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পরিদর্শন করি সেখানেই দেখতে প্রায় বিভিন্ন প্রজাতির এক হাজার গাছ কে বা কারা কেটে সাবাড় করছে তিনি বিষয়টি পটিয়া বনবিভাগের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন বলেন জানান।মামুন মিয়ার অভিযোগ তার প্রায় ৪/৫ লক্ষ টাকার মুল্যবান গাছ কেটে সাবাড় করেছে।
Leave a Reply