রুবেল রানা চৌধুরী : মৌলভীবাজার ৭ং চাঁদনীঘাট ইউনিয়নে প্রতিবছরের ন্যায় এবারও গত ২৭শে এপ্রিল মঙ্গলবার পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছে প্রবাসীদের উদ্যোগে গড়ে উঠা আপনজন গ্রুপ ।ইফতার সামগ্রী বিতরন করা হয় ৭নং চাঁদনীঘাট ইউনিয়নে পশ্চিম শ্যামেরকোনা, দক্ষিণ শ্যামেরকোনা, শ্যামেরকোনা বড়বাড়ি, মধ্য শ্যামেরকোনা (বনগাঁও), উত্তর শ্যামেরকোনা, বাঘের ঘর , ফুটারচরি বাড়ি, ছালামিটিলা, উত্তর মাতারকাপন, পূর্ব মাতারকাপন ও পশ্চিম মাতারকাপ এলাকায় এসময় উপস্থিত ছিলেন মোঃ সিরাজ মিয়া, মোঃ ইনছান আলী মোঃ আফজল মিয়া মোঃ রেজাউল, মোঃ শামিম আহমদ, মোঃ নুরুল ইসলাম পলিট, মোঃ আব্দুস শহিদ মোঃ আব্দুল খালিক , সোহাগ আহমদ প্রমুখ।
Leave a Reply