অগ্রযাত্রা সংবাদঃ
করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের লাশ দাফন-কাফন ও সৎকারে নিয়োজিত মৌলভীবাজারের ঐতিহ্যবাহী সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শেখ বোরহান উদ্দিন (র) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার কে বিভিন্ন সামগ্রী প্রদান করছেন অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মোহম্মদ শামস্- উল ইসলাম।
মঙ্গলবার (১১মে) দুপুরে ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে অঞ্চল প্রধান ও ডিজিএম মো. আবদুল লতিফ ও প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের এএমডি সানাউল হক সুয়েজ সংগঠনের ফ্রি অক্সিজেন হোম সার্ভিসের জেলার টিম লিডার মো. সোহানুর রহমান কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সচিব রোটারেক্টর Rtr Dulal Husain Juman যুগ্ম প্রচার ও প্রকাশনা সচিব সাব্বির আহমদ তপু, টিম মেম্বার MD Suhel Ahmed প্রমুখ।
উল্লেখ্য, ২০০১ সালে প্রতিষ্ঠিত আর্তমানবতার কল্যাণে নিয়োজিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ:) ইসলামী সোসাইটি মৌলভীবাজার বিভিন্ন সমাজ উন্নয়নের পাশাপাশি করোনার দুঃসময়ে শুরু থেকে জেলার ৭টি উপজেলায় দাফন কাপন ও সৎকারের পাশাপাশি সাম্প্রতিককালে ফ্রি অক্সিজেন হোম সার্ভিস চালু করেছে।
Leave a Reply