অগ্রযাত্রা সংবাদঃ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় এক বাড়ি থেকে ৫টি গরু চুরি হয়েছে। ঘটনাটি ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরন এলাকায় গত মঙ্গলবার দিবাগত রাতে। একমাত্র সম্বল গরু চুরি হওয়ায় কান্না করছেন মালিকরা। ৫ টি গরুর বাজার অনুমান দেড় লক্ষ টাকা। এলাকার সুকময় মল্লিকের ৩টা গরু ১টা কালো গাভী,১টা সাদা রংগের ৪ মাসের বাচ্চা,১টা নেড়া লাল গরু।
সুদাংশু মল্লিকের ১টা লাল গাভী সাথে ৮ মাসের সাদা রংগের একটি বাচ্চা।
মুন্সিবাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য শফিকুর রহমান বলেন, এরা গরীব মানুষ, তাদের সম্বলই ছিল এই গরুগুলা আমি প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।
Leave a Reply