নিজস্ব প্রতিবেদক:
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে প্রায় সাড়ে ৬ লাখ টাকার নকল ব্যান্ডরোলসহ রাজ্জাকুল ইসলাম (৪১) নামের একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তার কাছ থেকে ৬৬ হাজার নকল ব্র্যান্ডরোল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (০১ জুন) বিকেলে এক সংবাদবিজ্ঞপ্তিতে ঢাকা পোস্টকে এ তথ্য জানান রংপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ।
গ্রেফতার রাজ্জাকুল ইসলাম হারাগাছের মেনাজবাজার এলাকার মৃত নূর ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে প্রতারক একটি চক্রের যোগসাজশে নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ির ব্যবসা করে আসছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (৩১ মে) রাতে গোপন সংবাদ ভিত্তিতে হারাগাছ থানাধীন জয়বাংলা বাজার ধুমের কুঠি কামারটারী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় এক মুদি দোকানের সামনে চলাচলের পাকা রাস্তার ওপর থেকে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলজব্দ করাসহ রাজ্জাকুলকে গ্রেফতার করা হয়।
অভিযানে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৫৫০ পাতার ব্র্যান্ডরোল জব্দ করা হয়। প্রতি পাতায় ১২০টি করে মোট ৬৬ হাজার ব্র্যান্ডরোল রয়েছে। একেকটি ব্যান্ডরোল ৯ দশমিক ৭১ টাকা হিসেবে ৬ লাখ ৪০ হাজার ৮৬০ টাকার নকল ব্যান্ডরোল জব্দ করে পুলিশ।
গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে হারাগাছ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্তের মাধ্যমে নকল ব্যান্ডরোল উৎপাদন, মজুদ, পরিবহন, সরবরাহ ও ব্যবহারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান সহকারী পুলিশ কমিশনার মো. ফারুক আহমেদ।
Leave a Reply