বিশেষ প্রতিনিধিঃ
মৌলভীবাজার পৌরশহরের পূর্ব গোবিন্দশ্রী এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় ব্যবসায়ীসহ ৫ জন গুরুতর আহত এবং গুরুতর জখম হয়েছেন ২জন।
শুক্রবার (৪ঠা জুন) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
আহতরা হলেন, পূর্ব গোবিন্দশ্রী এলাকার তৈয়্যব উল্লাহর ছেলে ব্যবসায়ী দুলাল হাসান নিরব, একই এলাকার মৃত কয়েছ উল্লাহ এর ছেলে মুন্না আহমেদ, মোবারক মিয়ার ছেলে মুন্না আহমেদ, মৃত কয়েছ উল্লাহর ছেলে মান্না আহমেদ, শিপার মিয়ার ছেলে সৌরভ আহমেদ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাং বেশ কয়েকজন কিশোর দুলাল হাসান নিরবের দোকানের সামনে এসে কিছু না বলেই কোপাতে থাকে। এসময় নিজের জীবন বাঁচাতে দৌড়ে ঘরে ভেতর যান দুলাল তার ঘরের ভেতরে গিয়ে রক্ষা হয়নি সেখানে তাকে কোপাতে থাকেন কিশোর গ্যাং এর সদস্যরা।
এসময় তার পেটের নিছে ছুরিকাঘাত করলে গুরুতর জখম হন তিনি। তার চিৎকার শোনে অন্য ৪জন এগিয়ে এলে ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদেরকেও আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়।
এসময় অবস্থা গুরুতর হওয়ায় আহত দুলাল হাসান নিরব ও সৌরভ আহমেদকে সিলেট এম এজি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এবিষয়ে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply