একটি বিমূর্ত রজনী
পোহালাম আজি
বেদনা বিধুর ভ্রমে,
কত কথা আনমনে কত ব্যথা সঙ্গোপনে
কড়া নাড়ে চিত্তের ফ্রেমে।
কুঁড়ে কুঁড়ে খায় ব্যথা দিয়ে যায়
আকণ্ঠ ভুবে মম নিশী,
স্তব্ধ করে শ্বাস প্রশ্বাস মিথ্যা তব বিত্ত বিলাশ
শূন্য হে ভবের পড়শী।
একান্ত মম ভুবনে নিত্য নিশী জাগরণে
হাজার প্রশ্নের ভীড়ে,
অল্প-বিস্তর মেলে উত্তর সিংহভাগই নিরুত্তর
যাতাকলের ভব সংসারে।
অনু অনু মরি আমি প্রতিক্ষণ মরি
ভাবের এই মায়জালে,
মিথ্যে এ মোহমায়ায় নিমগ্ন রয়েছি হায়
ধরিত্রীর কূট কৌশলে।
নিশী যদি ভোর না হয় আঁধারে ঢাকে জগতময়
সাঙ্গ করে সব লেনদেন,
বিমূর্ত রাত্রীর কোলে সমর্পিত কৌশলে
করে নেবো আত্মসমর্পণ।
লিখেছেন,মোঃ আয়ুবুর রহমান
মৌলভীবাজার।
Leave a Reply