বিগত কয়েক দিন যাবত বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় “কমলগঞ্জে করোনার প্রণোদনা বিতরণে অনিয়ম” শিরোনাম সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদটি সম্পুর্ন মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত । আসল কথা হচ্ছে সম্প্রতি পতনঊষার ইউনিয়নের ০২ জন মেম্বার নাকি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আমার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন আমি নাকি রিলিফ বন্ঠনে অনিয়ম করেছি। যা মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার করা হচ্ছে আমার বিরুদ্ধে। বিগত ০৫ বছর আমার পরিষদের সম্মানিত সদস্যদের নিয়ে অত্যন্ত সুষ্ট ও জনসংখ্যার অনুপাতে বন্টন করে বিতরণ করে আসছি। এ ব্যাপারে আমার সদস্যরা সন্তুষ্ট। সম্প্রতি করোনা দূর্যোগে বরাদ্দ পাওয়া যায় নগদ ২৫০০০০/- টাকা। জন প্রতি ৫০০/- করে। এ টাকা গত ৮ জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি ব্যাংক হতে উত্তোলন করি। শুক্রবার শনিবার বন্ধ। রবিবার যথা নিয়মে ট্যাগ অফিসারের উপস্থিতিতে সদস্য/সদস্যা সহ বিতরণ করা হয়। ঐদিন শ্রীরামপুরের আং মছব্বির মাষ্টার সাহেবের মেয়ে আল্পনা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করলে দাফন-কাপনের জন্য আমি সেখানে চলে যাই। পরেরদিন ১২ জুলাই যথা নিয়মেই বাকী অংশ বিতরণ করে মাষ্টাররুল আফিসে জমা দেওয়া হয়। এখানে অনিয়মের কোন সুযোগ নেই বা হয় নি। তাছাড়া জি আর ০১ মেঃটঃ চাল ও ভিজিএফ ০৬.৫৮ মেঃটঃ চাল ১৫ তাং শমশেরনগর খাদ্য গোদাম হতে উত্তোলন এবং ১৮ জুলাই জিআর ৬৬ হাজার টাকা কৃষি ব্যাংক হতে উত্তোলন করে ১৮ তারিখই জিআর চাল-টাকা ও ভিজিএফ চাল বিতরণ সম্পন্ন করে মাষ্টাররুল জমা দেওয়া হয়। কথা ছিল মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযুদ্ধা ডঃ আং শহীদ এমপি উপস্থিতিতে বিতরণ হবে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এমপি মহোদয় আসেননি। উল্লেখ্য সকল ইউনিয়নে এই সময়েই বিতরণ করেছেন। বরাদ্দ, উত্তোলন, বন্টন, বিতরণ, মাষ্টাররুল সবই আইন বিধি অনুযায়ী হয়েছে। পয়েন্ট ওয়ান পার্সেন্টও অনিয়ম হয়নি। সাংবাদিক ভাইয়েরা আপনাদেরকে ভুল তথ্য দিয়ে দুই ইউপি সদস্য সায়েক আহমদ ও রিপন ইসলাম ময়নুল কাল্পনিক ভিত্তির উপর এসব আচরণ করছেন যা আমার প্রতি অবিচার।
ইতিমধ্যে বিভিন্ন ফেসবুকে আমাকে জড়িয়ে একটি ভিডিও তৈরী করা হয়েছে আমি নাকি এডিপি’র বরাদ্বের টাকা অনিয়ম করেছি যা সম্পুর্ন বানোয়াট এডিপির বরাদ্বের বিষয় দায়িত্ব প্রাপ্ত ঠিকাদারকে জিজ্ঞাসা না করে আমাকে টার্গেট করে দোষী বানানোর পায়তারা করা নিতান্তই দুঃখজনক। যে সকল মসজিদ, মন্দির আমার সহযোগিতায় বরাদ্ব পেয়েছে কর্তৃপক্ষ আমার উপর সন্তুষ্ট। গ্রামের সহজ সরল লোকদের ভুল বুঝিয়ে আমার বিরুদ্বে বক্তব্য নেওয়া হচ্ছে ফেসবুকে পোষ্ট করে আমার মানহানি করার জন্য যা অত্যান্ত দুঃখজনক। সাংবাদিকদের তথ্য ভিত্তিক নিউজ করার আহ্বান জানাচ্ছি,প্রশাসন সহ সংশ্লিষ্টদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি এবং এ মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
প্রতিবাদকারীঃ
ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু
চেয়ারম্যান
০২ নং পতনঊষার ইউপি
কমলগঞ্জ, মৌলভীবাজার।
Leave a Reply