কমলগঞ্জ প্রতিনিধি ঃ মৌলভীবাজারের কমলগঞ্জে তিন প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে ও কমলগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
শনিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার ভানুগাছ বাজারের মাধবপুর রোড শ্রীমঙ্গল রোডসহ বিভিন্ন জায়গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন’র নেতৃত্বে বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় তদারকি অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চার ভাই বেকারি এন্ড কনফেকশনারীকে ৫ হাজার, ফাস্ট টাইম বেকারিকে ৫ হাজার ও এলি ষ্টোরকে ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
এছাড়াও পথচারী এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের করোনাভাইরাস মোকাবেলায় সচেতনতা অবলম্বনে শারীরিক দূরত্ব মেনে চলা এবং মাস্কবিহীন ক্রেতার কাছে পণ্য বিক্রয় না করার জন্য অনুরোধ জানানো হয়।
Leave a Reply