অগ্রযাত্রা সংবাদ :
ধন্য তুমি হে কৃতীমান,শেখ মুজিবুর রহমান,,
তোমার স্মৃতি রয়েছে আজও
এ বাংলায় বহমান,,
দেশের তরে দিয়েছিলে তুমি সহ পরিবারে
প্রাণ,,
তাইতো সারা দেশে আজ রয়েছে তোমারি
গুণগান,,
তুমি দিয়েছিলে ডাক স্বাধীনতার স্বাধীন
হয়েছিল এ দেশ,,
রক্তে লিখা বাংলা মোদের ইতিহাসের
নেই শেষ,,
তুমি সাহস না জোগালে আজও মোরা
থাকতাম পরাধীন,,
তোমারি ডাকে সারা দিয়ে আজ হয়েছি
স্বাধীন ,,
নিঃস্বার্থে ভালোবেসেছিলে তুমি এই দেশ
ও মাটিকে,,
হারিয়ে আজ বোঝতে পেরেছি আমরা
এমন এক ব্যক্তিকে,,
তুমি দিয়েছিলে ডাক স্বাধীনতার এটাই
ছিলো দোষ,,
তোমাকে চিনলোনা হায়নার দলেরা লাগে
যে আফসোস,,
সোনার বাংলা নাম দিয়েছিলে তুমি
নিজেই তো সোনার খনি,,
অমর হয়ে রবে চিরদিন তুমি বাংলার
নয়ন মনি,,
তোমার মত দেশ প্রেমিক কেউ আজও
জন্মাতে পারেনি,,
সালাম জানাই সেই গর্বিত মাকে যিনি
তোমারি গর্ভধারিনি।
লিখেছেন,মোঃ নুরুল আলম,কমলগঞ্জ, মৌলভীবাজার।
Leave a Reply