পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিন মৃধা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন রকি (১৮), রনি (২২) ও ইসমাইল (২৩) নামে তিন যুবক। শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় পটুয়াখালী ব্রিজসংলগ্ন এয়ারপোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শাহিন দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে মৃত কাঞ্চন মৃধার ছেলে। আহত তিন যুবকের বাড়ি নলছিটি উপজেলায়। তাদের তিনজনকেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন মৃধা তার মটোরসাইকেল নিয়ে দুমকি থেকে পটুয়াখালীর উদ্দেশে রওয়ানা দেন। এ সময় ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছলে কুয়াকাটা থেকে আসা ওই তিন যুবকবাহী মটোরসাইকেলের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎক শাহিনকে মৃত ঘোষণা করেন।
পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে
Leave a Reply