ঝিনাইগাতী(শেরপুর)সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া এআরপি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ও নূরল হকের প্রতিবন্ধি ছেলে রুবেল(১৭) নিখোঁজের পর অমানবিকভাবে হত্যার শিকার হয় । পাইকুড়া কানি বিলের কাদাযুক্ত স্থান থেকে রুবেলের মাথাবিহীন লাশ একদিন পরেই লাশের মাথা আলাদা হয়ে যাওয়ার অবশিষ্ঠ মাথার খুলি এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করে ঝিনাইগাতী থানা পুলিশ । পরপরই জামালপুর পিবিআই রুবেলের ব্যাবহারিক মোবাইল ফোনে ট্যাগ করে হত্যাকান্ডর সূত্র বাহির করে খুনিকে চিহ্নিত করতে সক্ষম হয় । নয়াপাড়া মজিবুরের ছেলে সোহেলকে আটক করলে খুনের মূল রহশ্য উদঘাটন হয় । তার আপন খালাতো ভাই সোহরাব(২১) খুনের সাথে জড়িত সে বর্তমানে পলাতক রয়েছে । পিবিআই সূত্রে জানা যায় আইপিএল জুয়া খেলাকে কেন্দ্র করে প্রতিবন্ধি রুবেলের নিকট খেলার টাকা বাকি থাকার ফলে কৌশলে ২জন সন্ধ্যার পর রুবেলকে কানি বিলের সন্নিকটে নিয়ে কাদায় মুখমন্ডল ঠেসে ধরে সামাজিক অবক্ষয়ের চেতনায় তাকে হত্যা করা হয় । জুয়া খেলা তার জীবন কেড়ে নেওয়ার কাল হয়ে দাড়াঁয় বলে প্রাথমিক ভাবে জানা গেছে । সামাজিক যোগাযুগ মাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিত্বে জানা যায় ১৯/৮/২১ তারিখে বাড়ি থেকে পাইকুড়া বাজারের উদ্দেশ্যে বাহির হলে আর বাড়িতে ফিরে যায়নি রুবেল । ২৫/৮/২১ইং তারিখে রুবেলের পিতা বাদি হয়ে ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়রী করেন যার নং ১০৩২ । ৬/৯/২১ তারিখে কানি বিলে মাথাবিহীন রুবেলের লাশ উদ্বার হয় । উদ্বারের পর থেকে হত্যার মূল রহশ্য পিবিআই ও ঝিনাইগাতী থানা পুলিশ যৌথভাবে অতিদ্রুত সময়ে বাহির করতে সক্ষম হয়েছেন । ঘটনাটি মানবাধিকারের লংঘনের শামিল বলে এলাকাবাসী উল্লেখ করেন । এ ব্যাপারে জামালপুর পিবিআই পুলিশ সুপার সালাহ উদ্দিন জানান তদন্ত চলছে খুনের রহশ্য নিয়ে পুলিশ কাজ করছে । প্রাথমিক ভাবে অনেক তথ্য বাহির হয়েছে বলে জানান । এ দিকে উপজেলার বিভিন্ন জায়গায় পুলিশের চোখ ফাঁকি মাদক জুয়া খেলার প্রবণতার ফলে অপরাধ বৃদ্ধির আশংকা করছেন সচেতন মহল ।
Leave a Reply