কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে অটোরিকশা চালক ছেলের লাঠির আঘাতে বাবা শ্যামলাল রবিদাসের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পলাতক ছেলে নন্দলাল রবিদাসকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে কুলাউড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার রাতে কমলগঞ্জের আলীনগর চা-বাগানের ফাঁড়ি কামারছড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চা-বাগানে সাপ্তাহিক মজুরি নিয়ে নিহতের স্ত্রী শনিছড়ি রবিদাস বাড়ি ফিরছিলেন।
পথিমধ্যে তার মদ্যপ অবস্থায় থাকা স্বামী শ্যামলাল রবিদাস মজুরির প্রাপ্ত ৯০০ টাকা থেকে কিছু টাকা দাবি করে। এ সময় স্বামীকে ২০০ টাকা দিলে তিনি আরও টাকা দাবি করেন। টাকা না দিলে হাতে পাওয়া ২০০ টাকা ছিঁড়ে ফেলেন তিনি। এ ঘটনায় তর্কবিতর্কের একপর্যায়ে ছেলে নন্দলাল রবিদাস একটি লাঠি দিয়ে বাবা শ্যামলালের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটে পড়ে।
তাকে অবচেতন অবস্থায় শমসেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর থেকে ছেলে নন্দলাল রবিদাস পালিয়ে গেলে শুক্রবার রাতে কুলাউড়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বাবার মৃত্যুর দায়ে অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply