কমলগঞ্জ প্রতিনিধি ঃ মৌলভীবাজারের কমলগঞ্জে মসজিদের উন্নয়ন কাজে আর্থিক অনুদান প্রদান করেছেন মরহুম আব্দুস সামাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানূরাগী ও শিল্প উদ্যোক্তা এম,এ,আহাদ। সোমবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় আদমপুর ইউনিয়নের মধ্যভাগ মোকামবাজার জামে মসজিদের উন্নয়ন কাজে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন তিনি। এ সময় মোকামবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিম,সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা সিদ্দেক আলী, মুহিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য মরহুম আব্দুস সামাদ ফাউন্ডেশন ও এম,এ,আহাদ,দীর্ঘদিন ধরে মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত। এছাড়া করোনা সংকটে কর্মহীন অসহায় মানুষের সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ এলাকায় একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন।
Leave a Reply