এক লাখ টাকা দাম না পেলে কেটে দেড় থেকে দুই হাজার টাকা কেজি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সিলেট প্রতিনিধি ঃ সিলেটের কুশিয়ারা নদীতে ধরা পড়েছে বিশালাকৃতির একটি বাঘাইড় মাছ। বিক্রেতার দাবি, মাছটির ওজন প্রায় দুই মণ। তাই তিনি এটির দাম হাঁকেন এক লাখ টাকা। শেষ পর্যন্ত মাছটির দাম উঠেছে ৮০ হাজার টাকা। সিলেট নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আলাউদ্দিন মাছটি বিক্রির জন্য বাজারে নিয়ে এলে সেটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে।বিক্রেতা আলাউদ্দিন জানান, সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুশিয়ারা নদীতে বিশাল ওজনের মাছটি ধরা পড়ে। সেখানে এক জেলের কাছে থেকে ৬০ হাজার টাকায় কিনে নিয়েছেন তিনি। তিনি আরও জানান, বিক্রির জন্য ১ লাখ টাকা দাম আশা করছেন। যদিও একজন ক্রেতা ৮০ হাজার দাম দিতে চেয়েছিলেন। কিন্তু এক লাখ টাকা দাম না পেলে কেটে দেড় থেকে দুই হাজার টাকা কেজি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
Leave a Reply