কুলাউড়া প্রতিনিধি ঃ কুলাউড়া উপজেলায় রাঙ্গিছডা চা বাগানে আশরাফুল ইসলাম তুহিন (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ১১ অক্টোবর রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে। আশরাফুল ইসলাম তুহিন কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের পূর্ব ভাবনিয়া গ্রামের সাজ্জাদ আলীর ছেলে।
জানা যায় রাঙ্গিছড়াা চা বাগানের পাশে মনছড়া এলাকায় আশরাফুল ইসলামের একটি পানের জুম রয়েছে সেই জুম দেখাশোনা করতেন আশরাফুল সোমবার রাতে রাঙ্গিছড়া বাজার থেকে জমে যাবার পথে কে বা কারা তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে বাগানের রাস্তার পাশে ফেলে রেখে যায়।
কুলাউড়া থানার (ওসি তদন্ত ) আমিনুল ইসলাম জানান,রাতে বাগান কর্তৃপক্ষ রাস্তার পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। তিনি আরো জানান তার শরীলে দেশীয় অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
Leave a Reply