বাংলাদেশের মৎস্য সম্পদ নিয়ে অজানা তথ্য, শিক্ষার্থী বন্ধুদের উপকারে আসবে।
অগ্রযাত্রা সংবাদ ঃ
মৎস্য আইনে কত সে: মি: এর কম দৈর্ঘ্যের রুই মাছের পােনা
ধরা নিষেধ?
২৩ সে: মি:।
বাংলাদেশের স্বাদু পানিতে বিভিন্ন প্রজাতির মাছের সংখ্যা কত?
২৭০।
বাংলাদেশের চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
বাগেরহাট।
বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায়?
ময়মনসিংহ।
বাংলাদেশের মৎস্য গবেষণাগার কোথায় অবস্থিত?
ময়মনসিংহে।
বাংলাদেশে ইলিশ মাছ ও নদীর মাছ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
চাঁদপুরে।
মাছ কোন জাতীয় খাদ্য?
আমিষ।
T
‘Trust Sector’ বলা হয় কাকে?
হিমায়িত খাদ্যকে।
White Gold কি?
বাংলাদেশের চিংড়ি সম্পদ।
বাংলাদেশে কয়টি সরকারি মৎস্য প্রজনন কেন্দ্র আছে?
৮৮টি।
। চিংড়ি চাষের জন্য কোন অঞ্চলকে ‘বাংলাদেশের কুয়েত সিটি’ বলা
হয়?
খুলনা অঞ্চলকে।
। সােনাদ্বীপ কেন বিখ্যাত?
সামুদ্রিক মাছ শিকারের জন্য?
বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে চিংড়ির অবস্থান কত?
–
দ্বিতীয়।
পুকুরে কোন মাছ বাঁচে না?
ইলিশ।
L
| বাংলাদেশে কি কি জাতের চিংড়ি চাষ করা হয়?
গলদা, বাগদা, চাপদা ও চাপড়াই জাতীয় চিংড়ি।
গলদা চিংড়ি ও বাগদা চিংড়ি কোন পানিতে চাষ করা হয়?
গলদা চিংড়ি স্বাদু পানিতে, বাগদা চিংড়ি লােনা পানিতে।
* মুখে ডিম রেখে বাচ্চা ফুটায় কোন মাছ?
তেলাপিয়া ।
Leave a Reply