( কুমারখালী ,কুষ্টিয়া, প্রতিনিধি )
অভিনয় মানুষের আত্নার সাথে যেন কথা বলে ! আর একজন ভালো অভিনেতা য়েন ,,আত্নার আত্নীয় রূপে
সাংস্কৃতিক
প্রিয় মানুষ গুলোর মধ্য বিরাজ করে সারাক্ষণ ।
তেমনি ,পাবনার ছেলে হিরো আসলামের আত্নার আত্নীয় হিরো আলম ।
তরুণ বয়সেই বাংলা সিনেমার অনেক বড় ভক্ত হয়ে পরে আসলাম।
গভীর মগ্নতায় বাংলা সিনেমার( অভিনেতা, অভিনেত্রী) উচ্চ আওয়াজের সংলাপ মন কারে আসলামের। বাংলা সিনেমার সফল চলচ্চিত্র অভিনেতা রিয়াজের অভিনীত ( মাটির ফুুল সিনেমা) আসলামের কাছে সব থেকে ভালো লাগার সিনেমা । ( চলচ্চিত্র টি দেখার পর)
সেই থেকেই অভিনয় তার মনে আকৃষ্ট করে । আজ আসলাম পাবনার সব থেকে জনপ্রিয় ইউটিউব অভিনেতা দের মধ্যে অন্যতম ।
বতমানে ইউটিউব নাটকে অভিনয় করে জনপ্রিয় হয়ে উঠেছে পাবনার আসলাম ।
হিরো আসলাম , পাবনা জেলায়, সাথিয়া উপজেলায়, চিনাখোড়া ইউনিয়ন এর রাজাপুর গ্রামে (১০,১০ ১৯৯৪ সালে) জম্নগ্রহণ করেন।
পাবনায় ১৯৯৪ সালের ১০ অক্টেবরে
একটি সম্ভান্ত মুসলিম পরিবারে জম্ন গ্রহণ করে ।
পরিবারে ,বাবা – মা ২ ভাই ও ২বোন আছে ।
৮ শ্রেণীতে পডাশুনা অবস্হায় , বাংলা সিনেমার ( সকল অভিনেতা অভিনেত্রী র মনোমুগ্ধকর অভিনয় মন কারতে শুরু করে আসলামের)
সারাদিন বাংলা সিনেমা দেখার এক পাগল ভক্ত হয়ে হয়ে পড়ে আসলাম।
প্রতিদিনের রুটিন হয়ে দাডিঁয়ে ছিল প্রতিদিন নতুন নতুন একটা সিনেমা দেখা ।
আসলামের পরিবারের অন্য ও সদ্যরাও সাংস্কৃতিক মণা ।
সেক্ষেতে বড় কোন বাধাঁ পেতে হয় নি আসলামের ।
পরিবারের সাপোর্ট পাওয়াই অভিনেতা হওয়ার স্বপ্ন বুনে আসলাম স্কুল জীবন থেকেই ।
চিনাখোড়া হাই স্কুল
(পাবনা ) ২০১০সালে ssc পরীক্ষা পাশ করে, পুরোপুরি অভিনেতা হওয়ার সাধনা শুরু করে আসলাম ।
এভাবেই আসলাম এগিয়ে চলতে থাকে ,,,,
পরর্বতীতে ,বন্ধু ( বর) আসলামের অভিনয়
অঙ্গনে সাহায়্য হাত বাডিয়ে দেয় চলচ্চিত্র অভিনেতা মোস্তফা ।
আসলামের প্রথম দিকে মানসিক ভাবে অনুপ্রেরণায় জুগিয়েছিল চলচ্চিত্র অভিনেতা মোস্তফা ।
আসলামের অভিনয়ের জগতে ধারাবাহিক হওয়ার অনেক উল্লেখ যোগ্য অবদান রাখেন চলচ্চিত্র অভিনেতা মোস্তফা (বন্ধুবর)
দীঘ বছর আসলাম তার অভিনয় চালিয়ে যায়।
বেশ সুনাম ছডিয়ে য়াই চারিদিকে ,
আসলাম হয়ে ওঠে পাবনা জেলার জনপ্রিয় ইউটিউব অভিনেতা।
বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথমে নৃত্য পরিবেশনা করতেন আসলাম ।
মা নৃত্য একাডেমি হতে আসলাম নৃত্যর হাতে খড়ি।
বতমানে পাবনার সেরা (উদীয়মান) ইউটিউব অভিনেতা হিসেবে বিবেচিত করা হয় আসলাম কে ।
আসলামের , প্রথম অভিনীত নাটক আমাদের নেতা, ( নাটক টি পরিচালনায় ছিলেন এস
এম কাজী শুভ , প্রাযোজনায় বাবুল মিডিয়া)৷
আসলাম ২০২১ সালে য়ুক্ত হয়, জনপ্রিয় ইউটিউব ( নাট্য) চ্যানেল মিনহাজ মিডিয়ায়।
মিনহাজ মিডিয়ার
উপদেষ্টা মিনহাজ ভাই ( আসলাম) কে ভিন্ন ভাবে উপস্হাপনা করে জনপ্রিয়তার শীষ উঠিয়ে দেন । মিনহাজ ভাইয়ের মাধ্যমে আসলাম প্রথম বারের মত, জনপ্রিয় ইউটিউব অভিনেতা হিরো আলমের সাথে অভিনয় করার সুযোগ পায়।
হিরো আলমের সাথে অভিনয় করার পরবর্তী তে আসলামের নামের পাশে হিরো আসলাম যুক্ত হয়।
আসলামের অভিনয়ের জগতে সাফল্যের মূল কেন্দ্র বিন্দু তে হিরো আলম এমন টাই সবদা স্বীকার
করেন হিরো আসলাম।
আসলাম এরই ধারাবাহিতায়, আজকের পাবনার জনপ্রিয় হিরো আসলাম ।
শুভকামনা অভিনয় জগতে উদীয়মান রাজপুত্র । পাবনা বাসীর নয়নের মনি।
জনপ্রিয় তরুন প্রজন্মের অভিনেতা হিরো আসলাম।
শুভকামনা হিরো আসলাম , শুভ হোক আপনার আগামী দিনের পথচলা ,,
এগিয়ে যান সপ্ন যাএার লক্ষ্য
জয় করে কোটি সাংস্কৃতিক প্রিয় মানুষের হৃদয়,,,,
শুভ হোক আপনার আগামী দিনের পথচলা
Leave a Reply