জোবায়ের আহমদ:
মৌলভীবাজারে জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি স্মরণ করে।
বুধবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় শহরের শহীদ মিনার প্রাঙ্গনে জেল হত্যা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন।
বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য নেছার আহমদ, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান,সহ- সভাপতি আজমল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েবসহ অঙ্গ সংগঠনের
নেতাকর্মীরা ।পরে পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা ও শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
Leave a Reply