নিজস্ব প্রতিবেদকঃ
এগিয়ে নিতে প্রভাব রাখছেন এমন পাঁচ প্রভাবশালী আলোচকের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এ তালিকায় রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে মঙ্গলবার প্রকাশিত বিশেষ প্রতিবেদনে সংবাদমাধ্যমটি বলছে, কপ–২৬ সম্মেলনের সফলতা কিংবা ব্যর্থতা অনেকাংশে নির্ভর করছে প্রভাবশালী এই পাঁচ ব্যক্তির ওপর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মানুষের মুখপাত্র হিসেবে উল্লেখ করেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা ৪৮ দেশের জোট ক্লাইমেট ভালনারেবল ফোরামের হয়ে বক্তব্য দিয়েছেন। তিনি একজন অভিজ্ঞ ও স্পষ্টভাষী রাজনীতিবিদ। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় তাঁর বাস্তব অভিজ্ঞতা রয়েছে। গত বছরও বাংলাদেশের চার ভাগের এক ভাগ ভূমি বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল। জলবায়ু সম্মেলনে নিজের অভিজ্ঞতার কথা শুনিয়েছেন শেখ হাসিনা।
বিবিসির সংক্ষিপ্ত তালিকায় শেখ হাসিনা ছাড়াও জায়গা পেয়েছেন চীনের অভিজ্ঞ জলবায়ু আলোচক শি জেনহুয়া। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। প্যারিস চুক্তির বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর ক্ষেত্রে এই দুজনের সরাসরি ভূমিকা ছিল। জন কেরি বর্তমানে জো বাইডেন প্রশাসনের জলবায়ু দূত হিসেবে কাজ করছেন। বয়সের কারণে অবসর নিলেও তার অভিজ্ঞতা এবং জন কেরির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগাতে চলতি বছরের শুরুতে শি জেনহুয়াকে জলবায়ু আলোচনায় ফিরিয়ে আনে বেইজিং। কপ–২৬–এ সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ হিসেবে চীনের অবস্থান ও নীতি তুলে ধরার পাশাপাশি গরিব ও উন্নয়নশীল দেশগুলোর পক্ষে সোচ্চার চীনা এই আলোচক।
তালিকায় নাম রয়েছে সৌদি আরবের আয়মান শাশলির। তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ে গঠিত আরব গ্রুপ অব ক্লাইমেট নেগোসিয়েটরসের চেয়ারম্যান। গ্রিন ক্লাইমেট ফান্ডের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন তিনি। এর আগে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান সৌদি আরামকোতে কর্মরত ছিলেন শাশলি। কপ–২৬–এ সৌদি আরবের পাশাপাশি পুরো আরব বিশ্বের প্রতিনিধিত্ব করছেন তিনি।
প্রভাবশালী আলোচকের সংক্ষিপ্ত এ তালিকায় নাম আছে যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্তমন্ত্রী অলোক শর্মার। তিনি কপ–২৬ সম্মেলনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আলোচনা প্রক্রিয়ায় নানা মতকে এক সুতোয় গাঁথতে ভূমিকা পালন করতে হবে তাঁকে।
তালিকায় আরও নাম রয়েছে স্পেনের রাজনীতিক ও জীববৈচিত্র্য পরিবর্তনবিষয়ক মন্ত্রী তেরেসা রিবেরার। কয়েক দশক ধরে তিনি জলবায়ু আলোচনার সঙ্গে যুক্ত আছেন। প্যারিস জলবায়ু চুক্তি সই করার সময় ধনী ও গরিব দেশগুলোর ঐকমত্যে পৌঁছাতে তিনি কার্যকর ভূমিকা রেখেছিলেন।
Leave a Reply