বিশেষ প্রতিনিধি ঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জে নিজ মেয়েকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে পাষণ্ড এক মাকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার দেহুন্দা ইউনিয়নের চর দেহুন্দা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত মাইশা আক্তার (১৮) চর দেহুন্দা গ্রামের বাবুল মিয়ার মেয়ে ও স্থানীয় একটি কওমী মাদরাসার আবাসিক ছাত্রী।
করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার ইফতেখারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসীর ভাষ্য, স্বপ্না বেগমের সাথে তার খালাতো ভাই ফাইজুল (৩০) এর পরকীয়ার সম্পর্কে বাধা হয়ে দাড়ানোয় মা স্বপ্না বেগম ও পরকীয়া প্রেমিক ফাইজুল দুজনে মিলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।
তবে স্বপ্না আক্তারকে আটকের পর প্রাথমিক স্বীকারোক্তিতে বলেন, মাইশার সাথে ফাইজুল নামে একজনের প্রেমের সম্পর্ক ছিল। তাকে অনেক বুঝানোর পরও সে এ সম্পর্ক থেকে ফিরে আসছিল না এবং প্রায়ই ঝগড়াঝাটি করত। পরে বুধবার দিবাগত রাতে নিজের মেয়েকে গলাটিপে হত্যা করে। এ ঘটনায় আর কেউ জড়িত নয়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী জানান, নিহতের বাবা ঢাকা থেকে আসার পর মামলা রুজু করা হবে। লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে।
Leave a Reply