রংপুর প্রতিনিধি ঃ
রংপুরে বেসরকারি গ্রন্থাগারের রংপুর বিভাগীয় সম্মেলন-২০২১ অনুষ্ঠিত। শুক্রবার সকাল ৯ টায় শুরু হয়ে দিনব্যাপী রংপুর আহার কমিউনিটি সেন্টারে বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদের আয়োজনে রংপুর বিভাগীয় সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয় । বিভাগীয় সম্মেলন শুরু হওয়ার পুর্বে একটি র্যালী মূল-মূল সড়ক প্রদক্ষিণ করে কমিউনিটি সেন্টারে এসে শেষ করেন। এসময় সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ ইমাম হাসান ।
বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাবেক এআইজি মালিক খসরু পি পি এম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া । এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আবেদ হোসেন, বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদের কেন্দ্রীয় মহাসচিব নাসিম আহমেদ, বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মোঃ শাবাহাত আলী সাব্বু, মির্জা ওবায়দুর রহমান, জামাল হোসেন, রংপুর জেলা কমিটির সভাপতি রেজাউল ইসলাম রেজা, সহ-সভাপতি খলিল বাবুসহ রংপুর বিভাগের ৮ জেলার সকল গ্রন্থাগারের সভাপতি সম্পাদকগণ ও আমন্ত্রিত অতিথি বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল করিম ডলার । অনুষ্ঠানে কর্মসূচির মধ্যে ছিলো র্যালী, অতিথি বরণ, পবিত্র কুরআন তেলোয়াত, জাতীয় সংগিত, আলোচনা, জেলা ভিত্তিক প্রতিবেদন, বিভাগীয় প্রতিবেদন, পুরস্কার বিতরণ, র্যাফেল ড্র ও সমাপনী। এ সময় রংপুর বিভাগের আটটি বেসরকারি গ্রন্হাগারকে শ্রেষ্ঠ গ্রন্হাগার হিসেবে পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়াও বিভাগের শ্রেষ্ঠ সভাপতি ও শ্রেষ্ঠ সম্পাদককেও পুরস্কার দেয়া হয়।
Leave a Reply