অগ্রযাত্রা সংবাদ ঃ
সাম্প্রদায়িক প্রসঙ্গ, ধর্মান্ধতা ও সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে সবসময়ই সোচ্চার বাংলাদেশ প্রগতি লেখক সংঘ। এরই অংশ হিসেবে স্থানীয় শহীদ মিনারে ৫ নভেম্বর শুক্রবার বিকাল চারটায় সংগঠনটি আয়োজন করে সম্প্রীতির গান ও কবিতা পাঠ। মৌলভীবাজার জেলা কমিটির এই আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি সৈয়দ মোসাহিদ আহমদ। সাধারণ সম্পাদক কবি মহিদূর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, রবিরম্মি, রবীন্দ্র সম্মিলন পরিষদ, মনু থিয়েটার, জীবনচক্র থিয়েটারসহ সমমনা বিভিন্ন সংগঠনের শিল্পী কুশলিরা। অনুষ্ঠানে কবি–সাহিত্যেক, শিল্পী-সাংবাদিক-শিক্ষক ও অগ্রসর চিন্তার মানুষজনের স্বতস্ফুর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে অনুভূতি জানান, সাহিত্যজন শিলা তালুকদার, নাট্যকার আব্দুল মতিন, ডা. এমএ আহাদ প্রমুখ।
অনুষ্ঠানে সম্প্রীতির গান পরিবেশন করেন গণ–সঙ্গীতশিল্পী মীর ইউসুফ আলী, রোবাইয়াত ইউসুফ অর্নি, অরুণ দাস, নির্বেন্দু নির্ধূত তপু, সুরঞ্জিত সুরণ, প্রিয়তা চৌধুরী, মৌমিতা সিনহা, অনামিকা সিনহা, উপমা সিনহা, উজ্জ্বল দেব, প্রীতম, শুভ্র ও বিশ্বজ্যোতি। কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী সৈয়দ মনসুর আহমেদ সুমেল, সুদীপ দাস, শিক্ষক মাধুরী মজুমদার, সেলিনা আক্তার, তাসপিয়া জামান অহনা প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছরে এসে গাঙ্গেয় মোহনার এই বাংলাদেশে মুসলমান নামধারী গোটা কিছু ধর্মান্ধগোষ্ঠী পৈশাচিক কায়দায় আগুন দেয় হিন্দু পাড়াতে। তখন আর কোনো বাড়ি রক্ষা পায় না। এই খবর যখন সর্বত্র পৌঁছে যায় তখন সকলেই আতঙ্কে দিন কাটান। প্রশ্ন হলো এটা হবে কেন? এমন তো হওয়ার কথা ছিল না? সভায় বক্তারা সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান।
আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অপূর্ব কান্তি ধর, অধ্যাপক মুজিবুর রহমান, অধ্যাপক ও কবি মো. শাহজাহান, কথা সাহিত্যিক আকমল হোসেন নিপু, মুক্তিযুদ্ধ গবেষক দীপংকর মোহান্ত, এডভোকেট নীলিমেশ ঘোষ বলু, কবি আহমদ আফরোজ, কবি জাবেদ ভুইয়া, কবি শিব প্রসন্ন ভট্টাচার্য, কবি সজল আাকাশ, কবি জয়নাল আবেদীন শিবু।
Leave a Reply