স্টাফ রিপোর্টার: নড়াইল জেলা লোহাগড়া উপজেলার ৮নং দিঘলিয়া ইউনিয়নে ৪র্থ ধাপের ইউপি নির্বাচনের সময় একটি মটরসাইকেল কে বা কারা রেখে চলে যায়,স্কুলের পক্ষ হতে গতকাল ৮জানুযায়ী রোজ শনিবার-২০২২ইং লোহাগড়া থানার পুলিশের নিকট হস্তান্তর করে।
স্কুলের দায়িত্বে থাকা ব্যাক্তিদের সাথে কথা বলে জানা যায় গত ২৬শে ডিসেম্বর ২০২১ ইং রবিবার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়,তবে মোটরসাইকেলটি স্কুলের এরিয়ার ভিতর পড়ে থাকে,মোটরসাইকেল ডিস্কভার,রেজিষ্টেশন বিহীন।ইন্জিন চেসিস নাম্বার গোপন রাখা হয়েছে।তবে স্কুল থেকে বিষয়টি গোপন রেখে গতকাল ৮জানুযারী২০২২ রোজ শনিবার বিকালে পুলিশের নিকট প্রেরন করে।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা ও জাতীয় ক্রাইম রিপোর্টার সাংবাদিক মোঃ এনামুল হক,জাতীয় বিশ্ব মানচিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার রহমাত-ই-খোদা, পুলিশ, গ্রাম্যপুলিশসহ স্কুলের অনেকেই।
মোটরসাইকেলটির প্রমান দিতে পারেন এবং শোরুমের কাগজপত্র সহ তাহলে লোহাগড়া থানায় উপস্থিত হতে পারেন।
Leave a Reply