বিশেষ প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা বিভিন্ন অপরাধে মোট ০৮ জন আসামীদেরকে গ্রেফতার করেছে। এসআই(নিঃ)ত্রিদীপ কুমার বীর এর এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন বাঘমারা এলাকা হইতে ধর্ষন মামলার আসামী ১। তাওহীদুল হক (২৩) পিতা-খাইরুল হক, মাতা-নাছিমা হক, সাং-হুজুরীকান্দা, থানা-নকলা, জেলা-শেরপুর, বর্তমান সাং-২০/এ বাঘমারা (জনৈক নজরুল ইসলাম এর বাসার ৫ম তলার ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ)ত্রিদীপ কুমার বীর এর এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া এলাকা হইতে প্রতারনা মামলার আসামী ১। মোঃ জাকারিয়া(৩৭), পিতা-আব্দুল ছালাম, মাতা-ছালেকা আক্তার , ঠিকানা: স্থায়ী: গ্রাম- গাইটাল(অংশ)জেলা কারাগার (ঘাইটাল, ২নং ওয়ার্ড) , উপজেলা/থানা- কিশোরগঞ্জ সদর, জেলা -কিশোরগঞ্জ, বাংলাদেশ:বর্তমান: গ্রাম- সানকি পাড়া (নর্থ) (সানকিপাড়া) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ)আশিকুল হক এর এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন সানকিপাড়া এলাকা হইতে যৌতুক মামলার আসামী ১। ফয়সাল আহমেদ (২৭) পিতা-মৃত-ফয়েজ উদ্দিন, মাতা-মাজেদা বেগম, সাং-চর ঈশ্বরদিয়া, ডাকঘর-লাল কুঠির দরবার শরীফ, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এবং কোতোয়ালী মডেল থানা পুলিশ ০৩টি জিআর পরোয়ানাভূক্ত আসামী সহ অন্যান্য অপরাধে ০৩জন আসামীদের গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে ০২টি ওয়ারেন্ট রহিয়াছে।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
Leave a Reply