অগ্রযাত্রা সংবাদ ঃ
একজন দিনমজুর, ৫ সন্তানের জনক, স্ত্রীকে হারিয়েছেন কয়েকদিন আগে। শিশুসন্তানদের নিয়ে কোন রকম খেয়ে না খেয় চালিয়ে নিচ্ছিলেন সংসার। কিন্তু এবার আর পারছেন না, শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছিলেন মৌলভীবাজার সদর হাসপাতালে, সামান্য চিকিৎসা পরীক্ষা নিরিক্ষায় হার্টের সমস্যা ধরা পড়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রেফার করেছেন সিলেটে অথবা ঢাকায় গিয়ে চিকিৎসা করানোর জন্য ।মা হারা সন্তানদের লালন পালনে যিনি দিশেহারা তার পক্ষে সিলেট অথবা ঢাকায় গিয়ে চিকিৎসা করানো অসম্ভব।
এমতাবস্থায় বিত্তবান দেশী প্রবাসী ভাই বোনদের নিকট এই অসহায় মানুষের সুচিকিৎসা ও মা হারা সন্তানদের লালন পালনে সহযোগিতায় এগিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা আশাবাদী যে সবার সহযোগিতা পেলে অসহায় এই পরিবার হয়তো ঘুরে দাড়াতে পারবে ইনশাআল্লাহ।
পরিচিতি :
নোমান মিয়া
পিতা: আব্দুল মতিন
গ্রাম :রামচন্দ্র পুর
ডাকঘর :চৈত্র ঘাট
১নং রহিমপুর ইউনিয়ন
কমলগঞ্জ, মৌলভীবাজার। যোগাযোগ ও বিকাশ নম্বর 01796481247।
Leave a Reply