কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় গুরুত্বপূর্ণ পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৬ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ৪২৬ টাকা ব্যয়ে ধলাই নদীর উপর ৯০.১০ মিটার দীর্ঘ নবনির্মিত পিএসসি গার্ডার ব্রিজ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রিজের শুভ উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এমপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক এড.এ এস এম আজাদুর রহমান, পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ, কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাস, কাউন্সিলর আনোয়ার হোসেনসহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সাংবাদিক বৃন্দ।
Leave a Reply