সময় ভালো নয়
লিখেছেন কবি -আবদুল হাই ইদ্রিছী
♦
ঈমান আলী শয্যাশাহী
মৃত্যুর অপেক্ষায়?
মতলব আলীর ফুরফুরানী
স্বার্থটা রক্ষায়।
♦
মুনাফেক শাহ্ সুখে আছে
করতে পারে সব,
বিবেক উল্লাহ মারা গেছে
মিথ্যা মিয়ার ভব।
♦
আইনুল্লাহ তো ব্লাড-ক্যানসারে
বিচানায় কাতর,
মোল্লাজীয়ে নাকের ডগায়
লাগাচ্ছেন আতর।
♦
আমানত আলীর কুলখানী তো
অনেক আগেই শেষ,
স্বার্থ মিয়া বুক ফুলিয়ে
সুখে আছে বেশ।
♦
এই অবস্থায় হালত উল্লাহ
কেমনে ভাল রয়,
হালত এখন বেহালতে
সময় ভাল নয়।
Leave a Reply