মৌলভীবাজার প্রতিনিধি ::
স্বাস্থ্যবিধি না মানায় মৌলভীবাজারে এনা, হানিফ ও শ্যামলী পরিবহনকে জরিমানা করছে মৌলভীবাজারের জেলা প্রশাসন।
মঙ্গলবার ১ (সেপ্টম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের অধীনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার উদ্দেশ্যে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় গণপরিবহনের জন্য সরকার নির্দেশিত ব্যবস্থা না নেওয়া, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেস না থাকা ইত্যাদি অপরাধে তিনটি পৃথক মামলায় ওই তিন পরিবহনকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন এবং অর্ণব মালাকার।
Leave a Reply