কমলগঞ্জ প্রতিনিধিঃ হাজারো দর্শকদের উপস্থিতিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরের কমলগঞ্জ মডেল সরকারী উচ্চবিদ্যালয় মাঠে বিকাল সাড়ে ৩টায় নৃত্য ও গান পরি্বেশনের মধ্য দিয়ে সৈয়দ তালেব আলী ফুটবল টুর্নামেন্ট ২০২২ শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃরফিকুর রহমান। উদ্বোধক ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দীন, কমলগঞ্জ থানার অফিসার ইনর্চাজ ইয়ারদৌস হাসান, পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম গোলাম ফারুক মীর ও আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুশের্দ রাজু । টুূনার্মেন্টের ধারাভাষ্য উপ কমিটির আহবায়ক শাহীন আহমদের পরিচালনায় ও টুনার্মেন্ট পরিচালনা কমিটির সভাপতি কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন সভাপতিত্বে সৈয়দ তালেব আলী ফুটবল টুর্নামেন্ট ২০২২ উদ্বোধনী খেলায় অংশ নেয় ভৈরবগঞ্জ ফুটবল একাডেমী শ্রীমঙ্গল ও সবুজ বাংলা স্পোটিং ক্লাব রাজনগর। উদ্বোধনী খেলায় ৩-১ গোলে রাজনগর জয়ী হয়। শুরুতেই ক্ষুদে শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।খেলার পূর্বে উভয় দলের খোলায়ারদের সাথে অতিথিরা কর্মদন করেন। টুনার্মেন্টের কাপদাতা হলেন ফ্রান্স প্রবাসী সৈয়দ তালেব আলী। চ্যাম্পিয়ান দল পাবে ৩০ হাজার টাকা ও রানার্সআপ দল পাবে ২০ হাজার টাকা প্রাইজমানি। ফুটবল টুনার্মেন্টে ১৬টি দল অংশ নিচ্ছে।
Leave a Reply