বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী ও ফরিদপুর ৩ আসনের বর্তমান সাংসদের ছােট ভাই মানিলন্ডারিং মামলার চার্জশিটভূক্ত আসামী খন্দকার মােহতেশাম হােসেন বাবর (৬৭), পিতা-মৃত খন্দকার নুরুল হােসেন, সাং-গােয়ালকান্দি, থানা- কোতয়ালী, জেলা-ফরিদপুর ক্ষমতায় থাকাকালে তিনি দলীয় ক্ষমতা এবং তার ভাইয়ের ক্ষমতাসহ সকল ধরনের ক্ষমতা প্রয়ােগ করে ফরিদপুর সকল ধরনের টেন্ডার থেকে কমিশন বানিজ্য এবং চাকরি বানিজ্য করে দেশে বিদেশে অঢেল সম্পত্তি অর্জন করেন। ২০২০ সালে বিশেষ অভিযান পরিচালনাকালে তার ছত্রছায়ায় সস্ত্রাসী কর্মকান্ড পরিচালনাকারী হাতুড়ী বাহিনী এবং হেলমেট বাহিনী আত্মগােপনে চলে যায়। সিআইডির দায়েরকৃত ডিএমপি কাফরুল থানার মামলা নং-২৪, তারিখ ২৬/০৬/২০২০ ধারা-মানিলন্ডারিং প্রতিরােধ আইন ২০১২ এর ৪(২) এর
তদন্তেপ্রাপ্ত আসামী এবং মামলা তদন্ত শেষে অবৈধ সম্পদ অর্জনের অভিযােগ প্রমানিত হওয়ায় তার বিরুদ্ধে অভিযােগপত্র দাখিল করেন। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরােয়ানা জারি করে। কোতয়ালী থানা পুলিশ অদ্য ০৮/০৩/২০২২ তারিখ রাত ০১.৩০ ঘটিকার সময় স্থানীয়
পুলিশের সহায়তায় ডিএমপি ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার জিরক হতে
গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ পূর্বক তার দেয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। নতুন
কিছু পাওয়া গেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply