আব্দুল বাছিত খান ঃর্যাবের অভিযানে অবশেষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা,মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দের কষ্ট সফল হয়েছে । প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণে ৭ মাসের গর্ভবতী করার ঘটনায় সেই ধর্ষক রজত ধরকে ভারতীয় সীমান্ত এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৯। র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, জনৈক পরিদ্র শব্দকর(৬৫), পিতা-মৃত ইন্দ্র শব্দকর, সাং-ধাতাইলগাঁও, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার-এর প্রতিবন্ধি মেয়ে (২৫)’কে অভাবের কারণে পার্শ্ববর্তী উবাহাটা গ্রামের রজত ধর(৫০), পিতা-মৃত লক্ষী ধরের বাড়ীতে বিগত ৯/১০ মাস পূর্বে কাজে দেয়। কিছুদিন পর আসামী রজত ধর উক্ত প্রতিবন্ধি মেয়েকে বিভিন্ন প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে। ইহাতে মেয়েটি তথায় কাজে যাওয়া বন্ধ করিলে কিছু দিনের মধ্যে তাহার শরীরে অস্বাভাবিকতা প্রকাশ পায়। এক পর্যায়ে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা করিলে সে ০৬ মাসের অন্তঃসত্তা বলিয়া জানা যায়। এই ঘটনায় রজত ধরের বিরুদ্ধে কমলগঞ্জ থানার মামলা নং-০৩, তারিখ-০৫/৩/২২ইং, ধারা-নারী ও শিশু(সংশোধনী/০৩)-এর ৯(১) রুজু হইলে আসামী রজত ধর ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। শ্রীমঙ্গল র্যাব-৯-এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ১১ মার্চ বিকাল সাড়ে ৪টার দিকে কমলগঞ্জ থানাধীন ভারতীয় সীমান্ত এলাকা চাতলা হইতে গ্রেফতার করিতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে সে প্রতিবন্ধি ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করিয়াছে মর্মে স্বীকার করে। তাকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।উল্লেখ্য, প্রতিবন্ধী ধর্ষণের ঘটনায় দীর্ঘদিন যাবত ভুক্তভোগী পরিবার জনপ্রতিনিধি -গ্রাম্য ব্যক্তিবর্গের ধারে ধারে ঘুরে কোন সুষ্ট প্রতিকার তথা সহায়তা পায় নাই। এমনকি এ বিষয়টি প্রভাবশালী অনেকেই ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগও রয়েছে।
ঘটনার খবর পেয়ে অনুসন্ধানে মাঠে নামে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ।বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ, সংগঠনের অন্যতম সিনিয়র সদস্য বিশিষ্ট ব্যক্তিত্ব তাওহীদ ইসলাম, সাংবাদিক আব্দুল বাছিত খান, সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার, রাহাত আহমদ শিফন প্রমুখ।বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ এলাকা পরিদর্শন করেন। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে প্রতিবন্ধী ধর্ষনের বিষয়টি।
স্থানীয় সচেতনমহল মানবাধিকার ও সংবাদকর্মীদের সহযোগিতায় এগিয়ে আসায় সাধুবাদ জানান। সেই সাথে র্যাব-৯ এর সুযোগ্য অভিযানিক দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply