দুই গ্রুপের গুলাগুলিতে প্রাণ গেল ৪ জনের
-
Update Time :
বুধবার, ২৩ মার্চ, ২০২২
-
৪৪৫
Time View
- বিশেষ প্রতিনিধি ঃ রাঙামাটির রাজস্থলী উপজেলায় দুগ্রুপের গোলাগুলিতে চারজন নিহত হয়েছেন। রাজস্থলীর গাইন্দ্যা ইউনিয়নের পাইতং নয়াপাড়া এলাকায় মঙ্গলবার দুপুরে জেএসএস ও মগ লিবারেশন পার্টির (মগ পার্টি) মধ্যে এ ঘটনা ঘটে। পাইতং নয়াপাড়া বান্দরবানের রাজবিলা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম। জানা গেছে, মগ পার্টির সদস্যরা সকাল ১০টার দিকে রাজবিলা ইউনিয়ন থেকে এক মোটরসাইকেল চালককে অপহরণ করে। এ নিয়ে দুপুরের দিকে পাইতং নয়াপাড়ায় দুগ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এতে মগ পার্টির চার সদস্য ঘটনাস্থলে মারা যান। তবে পুলিশ তিনজনের লাশ উদ্ধার করেছে। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মধ্যে দুজন মগ বাহিনীর সদস্য এবং একজন পথপ্রদর্শক সাধারণ পাহাড়ি বলে জানা গেছে। পথপ্রদর্শকের বাড়ি রাজবিলা ইউনিয়নের টাইঙ্গাপাড়ায়। ঘটনাস্থল থেকে চারটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। রাজবিলা ইউনিয়নের চেয়ারম্যান ক্য অং প্রু জানান, রাজবিলা-রাজস্থলী সীমান্তবর্তী এলাকায় তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে । খবর পেয়েছি- সশস্ত্র দুই গ্রুপের গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন।রাঙামাটির পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন বলেন, রাজস্থলী উপজেলার গাইন্দ্যা এলাকায় দুপক্ষের গোলাগুলিতে চারজন মারা যাওয়ার খবর পেয়েছি। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছেন। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট জেএসএস ও মগ পার্টির নেতাদের কোনো বক্তব্যও পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার জেরীন আখতার জানান, সশস্ত্র দুগ্রুপের গোলাগুলিতে তিনজনের লাশ পাওয়া গেছে। সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাস্থল থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, যতটুকু জেনেছি ঘটনাস্থল রাজস্থলীতে পড়েছে। বান্দরবান জেলায় নয়।
Please Share This Post in Your Social Media
More News Of This Category
Leave a Reply