এবিষয়ে মৌলভীবাজার বিএনএবি চক্ষু হাসপাতাল সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমদ জানান, ১৯ জন শিশুর চোখে সফল অস্ত্রোপচার করে অন্ধত্ব নিবারণের এক সফল ভুমিকা পালন করেছে। সার্বিক সহায়তা করেছে ভিশন ফর বাংলাদেশ, আন্দেরী হিলফী। মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল অন্ধত্ব নিবারণে ধারাবাহিক ভাবে কাজ করে আসছে।
Leave a Reply