কমলগঞ্জ প্রতিনিধি ঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আদমপুর বনের ২০০০-২০০১ সনের সামাজিক আগর বাগান থেকে আগর গাছ কেটে পাচারকালে সিএনজি অটোরিকসাসহ ৩ বনদস্যুকে আটক করেছে স্থানীয় বন বিভাগ। শনিবার (২ এপ্রিল) ভোররাতে আদমপুর বন বিটের কাওয়ারগলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- আদমপুর ইউনিয়নের পুর্ব জালালপুর গ্রামের নূর মিয়ার ছেলে জহুর আলী, মৃত মন্নান মিয়ার ছেলে তাজিম মিয়া এবং আব্দুর রহমানের ছেলে হোসেন মিয়া। এ সময় ৫ বস্তা আগর গাছের খণ্ডাংশ, যার পরিমাণ ২৬ ঘনফুট আগর গাছসহ সিএনজি অটোরিকসা (মৌলভীবাজার থ ১২-৩৮৩৯) আটক করা হয়।
আদমপুর বন বিট কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply