সময়ের স্রোতে
———————————————————————–
অগ্রযাত্রা সংবাদ ঃ
হাজারো কষ্ট,অবহেলা তাদের গতিরোধ করতে পারেনা, যারা ভালোবাসতে জানে নিঃস্বার্থভাবে —
সব না পাওয়ার গ্লানিকে ভুলে যারা থাকতে পারে
তারাই কেবল জয়ের হাসি হাসতে পারে সংসারসীমান্তে,
আজকাল আমরা খুব স্বার্থপর আর আত্মকেন্দ্রিক,
অহংবোধে দূরে ঠেলে দিই আপনজনকে —
ভুল করেও ভুল স্বীকার করিনা কস্মিনকালেও,
নতি স্বীকারেও গড়িমসি করি আত্মপ্রবঞ্চনায়।
রক্ত পানি ক’রে যে প্রিয়জন পাশে দাঁড়ায়,
আগলে রাখে সকল বিপদেআপদে —
একদিন তার বুকেই ছুড়ে দিই অবিশ্বাসী প্রশ্নবাণ।
দুঃখের দিনের বন্ধুকেও অবজ্ঞায় ভাসিয়ে দেয়
বয়ে যাওয়া সময়ের স্রোতে,
খুব কাছের মানুষগুলো তখন খুব অচেনা মনে হয়।
লিখেছেনঃ
মোঃ বদরুল ইসলামক
মলগঞ্জ
মৌলভীবাজার।
Leave a Reply