মৌলভীবাজার প্রতিনিধি ::
সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ চুরি, পাহাড় ও টিলা কাটা, কৃষিজমি ভরাট, নদী-ছড়া থেকে অবৈধ বালু উত্তোলণ বন্ধ ও হাওর বিল রক্ষার দাবিতে মৌলভীবাজার পরিবেশ সাংবাদিক ফোরামের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ সেপ্টেম্বর বুধবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্মারকলিপি প্রদান শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিয়ম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মৌলভীবাজার তানিয়া সুলতানা, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ মহসিন পারভেজ, সাধারণ সম্পাদক নূরুল মোহাইমীন মিল্টন, নির্বাহী সদস্য ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, যুগ্ম সম্পাদক মু.ইমাদ উদ দীন, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান রাহেল, জয়নাল আবেদীন ও নাঈম আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মৌলভীবাজার পরিবেশ সাংবাদিক ফোরামের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে জেলার জুড়ি, বড়লেখা, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এলাকায় বাসাবাড়ি নির্মাণে অবাধে কৃষিজমি ভরাট ও পাহাড় টিলা কাটা, লাউয়াছড়া উদ্যান এলাকায় টিলা কেটে কটেজ, রিসোর্ট নির্মাণ, পাহাড়ি ছড়া থেকে অবৈধ ও অপরিকল্পিত সিলিকা বালু উত্তোলন, হাইল হাওরে জলাশয় দখল করে মৎস্য খামার স্থাপন, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাটবাজারের পাশে কৃষিজমির উপর ইটভাটা নির্মাণসহ নানা বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এছাড়াও সাংবাদিকরা মৌলভীবাজার সদর, কুলাউড়া ও বড়লেখায় হাওর এলাকায় পাখিবাড়িগুলো সংরক্ষণ ও সরকারি ভূমিতে পরিবেশ রক্ষায় পাখিদের জন্য স্থায়ী অভয়াশ্রমের দাবি জানান।
Leave a Reply