ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে মেসকাত তালুকদার (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে তার বড়ভাই। রোববার ভোর ৬টার দিকে পৌর শহরের পোস্ট অফিস সড়কে এ ঘটনা ঘটে। মেসকাত ওই এলাকার মৃত আমির আলী তালুকদারের ছেলে।ঘটনার পর থানায় আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত মেহেদী হাসান। পুলিশ জানায়, মেহেদী তার ছোটভাই মেসকাতকে নিজেদের বাসার একটি কক্ষে আটকে রেখে জিআই পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। এদিকে ছোট ভাইকে মারধরের পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন মেহেদী হাসান। পুলিশকে তিনি জানিয়েছেন, ছোটভাই নেশাগ্রস্ত হওয়ায় তাকে জিআই পাইপ দিয়ে পিটিয়ে জখম করেছেন।নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি জানান, এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তদন্ত করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply