সালাহ উদ্দিন খান(কমলগঞ্জ) মৌলভী বাজারঃ
৮ জুন ২০২২ ইং রোজ বুধ বার সকাল ১০ ঘটিকা হইতে দুপুর ১ ঘটিকা পর্যন্ত মৌলভী বাজার জেলার কমলগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশন মডেল রিসোর্স সেন্টারে মাসিক ক্লাসটার ট্রেনিং অনুষ্ঠিত হয়,ফিল্ড সুপার ভাইজার জনাব ইকবাল হোসেন চেীধুরীর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেীলভী বাজার জেলার অত্যান্ত বিজ্ঞ ট্রেইনার আব্দুর নুর আনোয়ারী ও উপস্থিত ছিলেন মডেল কেয়ার টেকার মোঃ আবুল খয়ের,সাধারন কেয়ার টেকারদের মধ্যে উপস্থিত ছিলেন, মাও আবু বকর,জনাব মাও লুৎফুর রহমান, মাও আব্দুর রহিম প্রমুখ। মাষ্টার ট্রেইনার মহোদ্বয় শিক্ষক বৃন্দ কে বিভিন্ন দিক নির্দেশনা সহ ক্লাসে ছাএ/ছাএী উপস্থিত বাড়ানো, সিলেবাস অনুযায়ী ক্লাস প্রদান করা, সটিক সময়ে কেন্দ্রে উপস্থিত হওয়া সহ গুরুতৃপৃর্ণ কথা বার্তা বলেন। উল্লেখ্য যে মসজিদ ভিওিক শিশু গণশিক্ষা কমলগঞ্জ উপজেলার কার্যক্রম খুব ভাল অবস্হায় চলছে, উপজেলা ফিল্ড সুপারভাইজার ইকবাল হোসেন চৌধুরীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ ভাল অবস্হান প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে তৈরি হয়েছে।
Leave a Reply