মৌলভীবাজার প্রতিনিধি ঃ
সংস্কৃতি খাতে বরাদ্ধ বৃদ্ধি এবং ৮ দফা বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৮ জুন (শনিবার) সকাল ১১ টায় প্রেস ক্লাব সম্মুখে সম্মিলিত সাংস্কৃতিক জোট মৌলভীবাজারের আহবায়ক আব্দুল মতিন’র সভাপতিত্বে এবং সদস্য সচিব এড. কাঞ্চন দাশ গুপ্ত’র সঞ্চালনায় মানববন্ধনের সাথে একাত্মতা ঘোষনা করে বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক অজয় সেন, আওয়ামী শিল্পী মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক বিকাশ ভৌমিক, কৃষ্টি মৌলভীবাজারের নির্বেন্দু নির্ধুত তপু, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক সংগঠক পান্না দত্ত, জেলা নাট্য পরিষদ (জেনাপ) সাধারণ সম্পাদক কয়ছর আহমদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিল জোট মৌলভীবাজারের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাজিব প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক চম্পক ভট্রাচার্য, শিবন ভট্রাচার্য, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ মৌলভীবাজারের সভাপতি সৈয়দ মনসুর আহমদ সুমেল, চিরন্তনী লোকগানের দলের জয়দ্বীপ রায় রাজু ও শুরনজিৎ শুরন, স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের সদস্য শেখ মোঃ বুরহান আহমদ ও মাহবুবুর রহমান শাওন, সাংস্কৃতিক কর্মী অজয় কান্তি এবং অন্যরা।
Leave a Reply